নগরীর রায়নগরে নিজ বাসার সামনে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাহিন ইসলাম (২৫) রায়নগর আবাসিক এলাকার মুক্তাদির ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, প্রতিপক্ষ কয়েকজন যুবক ছুরি নিয়ে বাসার সামনেই শাহিনের ওপর হামলা চালায়। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় শাহিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহিনের ভাই লাহিন ইসলাম সাংবাদিকদের জানান, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে পাড়ার কয়েকজন ছেলে শাহিনকে হত্যা করেছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা জানান, শাহিনের শরীরে দুটি আঘাত পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তে পুলিশ মাঠে নেমেছে বলেও জানান তিনি। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান