সিলেটের সফির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজে স্থাপিত ‘চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ট্যালেন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট’-এর অধীনে দ্বিতীয় স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করা হয়েছে।
এই স্মার্ট ক্লাসরুমটি হুয়াওয়ে আইডিয়াহাব দিয়ে সজ্জিত করা হয়েছে। এটি একটি উন্নত শিক্ষার পন্থা যা শিক্ষক এবং শিক্ষার্থীদের উন্নত অনসাইট এবং অনলাইন শিক্ষাদান এবং অধ্যয়ন প্ল্যাটফর্মের সুফল দেবে।
হুয়াওয়ে দক্ষিণ এশিয়া, এই প্রকল্পের প্রযুক্তিগত অংশীদার হিসেবে স্মার্ট ক্লাসরুমের জন্য চেয়ার, টেবিল এবং সাজসজ্জা সামগ্রী প্রদান করেছে।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং হুয়াওয়ে দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের সিইও প্যান জুনফেং ক্লাসরুমের উদ্বোধন করেন।
চীনা দূতাবাস এবং হুয়াওয়ের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে সফির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষের কাছে স্মার্ট ক্লাসরুমটি হস্তান্তর করা হয়। এরপরে, অতিথিদের সামনে আইডিয়াহাবের ইউটিলিটির একটি প্রদর্শনী পরিচালিত হয়, এতে একটি স্মার্ট দেশের জন্য স্মার্ট নাগরিক তৈরির জন্য স্মার্ট ক্লাসরুমের বৈশিষ্ট্যগুলো প্রদর্শন করা হয়।
এর আগে, ২০২৩ সালের মার্চ মাসে, বাংলাদেশে চীনা দূতাবাস এবং হুয়াওয়ে দক্ষিণ এশিয়া চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে প্রথম ডিজিটাল ক্লাসরুম উদ্বোধন করে। (বাসস)