সিলেটের কানাইঘাট বাজারে রবিবার রাতে নিজ দোকানে ছুরিকাঘাতে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।
আহত ব্যবসায়ী কামাল উদ্দিন উপজেলার সদর নিজ চাউরা দক্ষিণ গ্রামের আব্দুল হকের ছেলে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা জানান, রাতে নিজ দোকানে একা পেয়ে কানাইঘাট পৌরসভার ডালাইচর গ্রামের লাল মিয়ার ছেলে সেবুল আহমদ ধারালো ছুরি দিয়ে কামালের বুকে আঘাত করে। এ সময় কামালের চিৎকারে আশপাশের লোকজন এসে হামলাকারী সেবুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
অপরদিকে, আহত কামালকে প্রথমে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি বলে জানিয়েছেন ওসি শামসুদ্দোহা। সূত্র – ইউএনবি
আজকের বাজার / এ.এ