সিলেটে নিম্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা বেড়েছে।
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে এবার পাসের হার ৯২ দশমিক ৭৯ শতাংশ, যা গত বছরের থেকে ১২ দশমিক ৯৭ শতাংশ বেশি। গত বছর পাস করেছিল ৭৯ দশমিক ৮২ শতাংশ শিক্ষার্থী।
অন্যদিকে এবছর জিপিএ-৫ পেয়েছে মোট ৩ হাজার ৭শ’৭৩ জন শিক্ষার্থী, যা গত বছরের থেকে ২ হাজার ৭৫টি বেশি। গত বছর এ বোর্ডে জিপিএ-৫ পায় ১ হাজার ৬শ’ ৯৮ জন।
জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলে ১ হাজার ৫শ’ ৩৮ জন ও মেয়ে ২ হাজার ২শ’৩৫ জন।
মঙ্গলবার দুপুরে বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবা বাছিত এ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, এ বছর ইংরেজি এবং গণিতে শিক্ষার্থীরা ভালো করেছে। এজন্য সার্বিক ফল ভালো হয়েছে। এ ফলে তারা সন্তুষ্ট বলেও জানান তিনি।
এবার সিলেট বিভাগের ৪ জেলার ১ হাজার ৬০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১ লাখ ৫৩ হাজার ৫শ’৯৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাস করেছে ১ লাখ ৪২ হাজার ৫শ’৩২ জন। এদের মধ্যে ছেলে ৬০ হাজার ৫শ’৩৪ জন ও মেয়ে শিক্ষার্থী ৮১ হাজার ৯শ’৯৮ জন।
সার্বিক ফলাফলে পাসের হারসহ জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও মেয়েরা এগিয়ে রয়েছে। বোর্ডে ছেলেদের পাসের হার ৯২ দশমিক ০৩ শতাংশ ও মেয়েদের পাসের হার ৯৩ দশমিক ৭৯ শতাংশ। শতভাগ পাসকৃত প্রতিষ্ঠানের সংখ্যা ১৭৯টি। তবে শূন্য পাসের হারের কোন প্রতিষ্ঠান নেই।
আজকের বাজার/এমএইচ