সিলেটে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের ধুপড়ি হাওরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলার তেরাকুড়ি এলাকার মৃত তজমুল আলীর ছেলে জিতু মিয়া, গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা এলাকার মইকন্দর আলীর ছেলে রাজন মিয়া ও একই এলাকার আনোয়ার হোসেন।
স্থানীয়দের বরাত দিয়ে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মুহাম্মদ বদরুজ্জামান জানান, ওই তিন কৃষক সকালে ধুপড়ি হাওরে ক্ষেতের জমিতে বোরো ধান কাটতে যান। হঠাৎ বজ্রপাতের আঘাতে মাঠেই তারা মারা যান।
আজকের বাজার/এমএইচ