সিলেটের গোলাপগঞ্জে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত ও ৩ যাত্রী আহত হয়েছেন।
রোববার সকাল ১০টার দিকে উপজেলার হেতিমগঞ্জের কায়স্তগ্রাম নাসাগঞ্জ এলাকার সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের নাম ঠিকানা জানা যায়নি।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) বলেন, বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আশঙ্কাজনক অবস্থায় আহত হন আরও ৩ যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।