সিলেট-ঢাকা মহাসড়কের নাজির বাজার এলাকায় ঢাকাগামী এনা পরিবহনের বাসের চাপায় সামছুল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১ জুলাই) সকালে সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুর ও নাজির বাজারের মধ্যবর্তী কুতুবপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহত সামছুল ইসলাম বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের ছালিয়া লহরী গ্রামের আসিক আলীর পুত্র।
জানা যায়, নিহত সামছুল ইসলাম রোববার সকালে স্থানীয় নাজিরবাজার থেকে মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে রশিদপুরে তার এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় কুতুবপুর এলাকায় ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো জ-৩০১১) সামছুলকে পেছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজল বলেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
আজকের বাজার/এসএম