সিলেটে শনিবার রাত ১১ টা ৩৮ মিনিট ১৫ সেকেন্ডে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪।
আবাহওয়া অফিস সূত্র জানায়, ভারতের মণিপুর রাজ্যে এই ভূমিকম্পের উৎপত্তি। উৎপত্তিস্থলে এর মাত্রা ছিল ৫.৪ ডিগ্রি।
প্রায় ৩/৪ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পের সময় বাড়িঘর কেঁপে ওঠে।
মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে ওঠায় নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। এসময় ভয়ে অনেকে ছুটোছুটি করতে থাকে। তবে এ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সিলেট নগরের এক বাসিন্দা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সাথে সাথে ভবন কেঁপে ওঠে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।
যুক্তরাষ্ট্র ভিত্তিক ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভারত, বাংলাদেশ ও মিয়ানমার তিনদেশে ভূকম্পন অনুভূত হয়েছে।