মাছ ধরতে বাধা দেয়ায় গৌরাঙ্গ বিশ্বাস নামের এক মৎস্যজীবীকে খুন করা হয়েছে।
মঙ্গলবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কাকুড়াইল গোয়াল হাওর জলমহালে এ ঘটনা ঘটে।
নিহত গৌরাঙ্গ বিশ্বাস উত্তর রণিখাই ইউনিয়নের দিঘল বাকেরপাড় গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, কাকুড়াইল গোয়াল হাওর জলমহালের ইজারাদার হরেন্দ্র বিশ্বাসের ছোট ভাই গৌরাঙ্গ। ঐদিন একদল লোক তার ভাইয়ের জলমহালে মাছ ধরতে গেলে গৌরাঙ্গ বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সংঘবদ্ধ লোকজন দেশিয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) দিলীপ কুমার নাথ জানান, ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজকের বাজার/আরজেড