সিলেট নগরীতে মা-ছেলে খুনের ঘটনায় মো. নাজমুল ইসলাম (৩২) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করে পুলিশ।আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মঙ্গলবার রাতে শহরতলীর বটেশ্বর এলাকা থেকে নাজমুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাজমুল শাহপরাণ এলাকার মুক্তির চক গ্রামের মৃত আব্দুল করিম মেম্বারের ছেলে। তিনি ভূমি ব্যবসার সঙ্গে জড়িত। পুলিশের দাবি, হত্যাকান্ডের সময় ব্যবসায়ী নাজমুল ঘটনাস্থলের খুব কাছাকাছি অবস্থান করছিলেন। নাজমুলের পাশপাশি হত্যাকান্ডের পরই পালিয়ে যাওয়া 'রহস্যময়ী' তরুণী তানিয়াসহ আরো ৫ জনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।
মা-ছেলে হত্যাকান্ডের তিনদিনের মাথায় এই মামলার এক আসামিকে গ্রেফতার করল পুলিশ।
আজকের বাজার/আরজেড