সিলেটে শহীদ শামছুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে মৃত্যুবরণকারী প্রবাসী নারীর মুখের লালাসহ অন্যান্য নমুনা রবিবার সংগ্রহ করবে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, যুক্তরাজ্য প্রবাসী ওই নারীর মৃত্যুর বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, ওই নারী গত ৪ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ দেখা দেয়ায় গত ২০ মার্চ তাকে শহীদ শামছুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে রাখা হয়। আইইডিসিআরের প্রক্রিয়া অনুযায়ী নারীর দাফন হবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬০ বছর বয়সী ওই নারী মারা যান। সূত্র-ইউএনবি
আজকের বাজার/শারমিন আক্তার