সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর ঘনিষ্ঠ সহকারী জুরেজ আব্দুল্লাহ গুলজারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ জুলাই) দিবাগত রাত ৩টায় নগরীর হাওয়াপাড়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।
কোতোয়ালী থানার ডিউটি অফিসার এএসআই আনোয়ারা জানান, মারামারির একটি মামলায় গুলজারকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে
আজকের বাজার/এমএইচ