সিলেট নগরীর উপশহরে এক লন্ডন প্রবাসীর বাসায় ডাকাতির খবর পাওয়া গেছে। তবে এলাকাবাসী ঘটনাটিকে ‘রহস্যজনক’ বলে আখ্যায়িত করেছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপশহর আবাসিক এলাকার বি-ব্লকের ২১ নম্বর রোডের ৪ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বাসার মালিক আব্দুল মান্নানের ঘরের প্রধান দরজা দিয়ে ৪ জন যুবক হুট করে ঢুকে যায়। ডাকাতরা তখন ঘরে থাকা সকলকে একটি কক্ষে বেঁধে রেখে স্বর্ণ, নগদ টাকা ও মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। মাঝে লুটকালে ডাকাতদের হামলায় আব্দুল মান্নান ও তার স্ত্রী মিনারা বেগম আহত হন। তারা দুজনই লন্ডন প্রবাসী।
এদিকে, সন্ধ্যা রাতে ডাকাতির ঘটনা এর আগে কখনও উপশহরে ঘটেনি জানিয়ে প্রতিবেশীরা বলছেন, ‘ঘটনাটি রহস্যজনক।’
ডাকাতদের হামলায় আহত প্রবাসী মিনারা বেগম বলেন, ‘চার ডাকাতের কারো সাথে অস্ত্র ছিলো না। একজন আমার গলা চেপে ধরে রাখে আর বলে চিৎকার দিলে মেরে ফেলবো, তাই ভয়ে চিৎকার দেইনি।’
এ ব্যাপারে হযরত শাহপরান (রহ.) থানার উপপরিদর্শ (এসআই) সুহেল রানা বলেন, ‘ভিকটিমদের কথাবার্তায় কিছু অসঙ্গতি রয়েছে। ঘটনাস্থলের পাশেই সিসি ক্যামেরা রয়েছে। ফুটেজ সংগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখা হবে যে ঘটনাটি আসলেই ডাকাতি, না অন্যকিছু।