সিলেটে লেগুনার সঙ্গে সংঘর্ষে ট্রাকচালক নিহত

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

নিহতের নাম এরশাদ আহমদ।

শনিবার (২৬ মে) দুপুরে লালমাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম জানান, ট্রাক ও লেগুনাকে আটক করা হয়েছে।

আজকের বাজার/একেএ