সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কে ওসমানীনগর উপজেলার আহমেদ নগরে এ দুর্ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমানের বাড়ি উপজেলার ব্রাহ্মণশাসন গ্রামে। আহত ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে।
পুলিশ জানায়, ঢাকাগামী একটি ট্রাক, সিলেটগামী বাস, পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা চতুর্মুখী সংঘর্ষে জড়ালে পিকআপ ভ্যান মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান খলিলুর রহমান।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আমিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।