সিলেটে সিলিন্ডার বিস্ফোরনে এক যুবকের মৃত্যু

সিলেটের জৈন্তাপুরের আসামপাড়া বাজারে গ্যারেজে রাখা গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ১১টায় ঘটা এ দুর্ঘটনায় ফায়ারম্যানসহ আহত হয়েছেন আরও ১০জন। সেই সাথে গ্যারেজের পাশের তিনটি দোকানও পুড়ে গেছে।

নিহত রেদওয়ান আহমদ (২০) ২নং লক্ষীপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।

ফায়ার সার্ভিস সিলেটের উপ-পরিচালক হুমায়ুন কবির হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামপাড়া বাজারের ব্যবসায়ী আলাল মিয়ার মালিকানাধীন গ্যারেজে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের পর গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে একজন মারা যায়।

উদ্ধার অভিযানে গিয়ে একজন ফায়ারম্যানসহ ১০ জন আহত হয়েছে জানিয়ে তিনি বলেন, গুরুত্বর আহতদের তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজকের বাজার / ফজলুর রহমান