সিলেটের গোলাপগঞ্জে সুরমা নদী থেকে শরীফ মিয়া (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত শরীফ মিয়া উপজেলার পৌর এলাকার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের মৃত তছু মিয়ার ছেলে।
বৃহস্পতিবার ওই বৃদ্ধ নিখোঁজ হওয়ার পর প্রায় ৬ ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে ডুবুরি দল নদী থেকে তার লাশ উদ্ধার করে।
স্থানীয়দের বরাতে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান জানান, বৃহস্পতিবার দুপুরে শরীফ মিয়া গোসল করতে সুরমা নদীতে নামেন। এর অনেক সময় পর তিনি বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। এক পর্যায়ে কয়েকজন প্রতিবেশী জানান যে শরীফ মিয়াকে তারা নদীতে গোসল করতে যেতে দেখেছেন। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা সুরমা নদীতে তাকে খুঁজতে শুরু করেন।
এক পর্যায়ে তাকে না পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয় পরিবারের সদস্যরা। পরে প্রায় ৬ ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের ডুবুরি দল শরীফ মিয়ার লাশ খুঁজে পায়।