সিলেটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

সিলেট শহরতলীর রায়েরগাও এলাকায় ৫ম শ্রেণির এক ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার ভোরে পৃথক অভিযানে চালিয়ে একজনকে সুনামগঞ্জের আক্তাপাড়া এলাকা থেকে ও অপরজনকে সিলেট শহরতলীর কালাপাহাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- এসএমপির জালালাবাদ থানা এলাকার রায়েরগাঁওয়ের নাসির উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২২) ও একই এলাকার তজম্মুল আলীর ছেলে মো. এখলাছ মিয়া (২০)।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন জানান, দুপুরে তাদেরকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

গত ১৩ সেপ্টেম্বর সিলেটের শহরতলীর রায়েরগাঁও প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত ৫ম শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ‘ধর্ষণ’ করেন এলাকারই দুই যুবক। পরে ওই ছাত্রীর বাবা ওইদিন রাতে জালালাবাদ থানায় দু’জনকে আসামি করে মামলা দায়ের করেন।