সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর এলাকার ড্রিমল্যান্ড পার্কে শনিবার সন্ধ্যায় স্বামীর সাথে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় এক নববধূ নিহত হয়েছেন।
নিহত মোনতাহা আক্তার সামিয়া (১৯) বিয়ানীবাজার উপজেলার গোবিন্দশ্রী গ্রামের মো. রুহুল আলমের স্ত্রী। তার পৈত্রিক বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়ন। এক মাস আগে তিনি লন্ডন থেকে দেশে আসেন এরপর রুহুল আলমের সাথে তার বিয়ে হয়।
স্বামী মো. রুহুল আলম জানান, শনিবার বিকালে স্ত্রীকে নিয়ে ড্রিমল্যান্ড পার্কে বেড়াতে আসেন তিনি। এক পর্যায়ে ‘ডেঞ্জার হোন্ডার রাইড’ চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন সামিয়া। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের এসআই জনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।