সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের বটেরতল এলাকায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন।

বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকেল পৌনে চারটার দিকে ওই এলাকায় পণ্যবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে একজন নারী, এক শিশু ও দুইজন পুরুষ।

ওসমানীনগর থানার ওসি আলি মাহ্‌মুদ জানান, দুর্ঘটনায় আহত ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজকের বাজার/একেএ