সিলেটের দক্ষিণ সুরমায় বাস-ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অর্ধশতাধিক যাত্রী।
রোববার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে উপজেলার লালাবাজার ইউনিয়নের সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লালাবাজার সাতমাইল এলাকার আসক আলীর ছেলে মাহবুবুল আলম (৩০) ও জৈন্তাপুর উপজেলার ঠাকুরমাঠি আমল পাত্রের ছেলে কাজল পাত্র ( ৪৫)।
দক্ষিণ সুরমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, দুপুরে সাতমাইল এলাকায় সিলেট শহর থেকে মৌলভীবাজারের শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত ৩২ জন যাত্রী আহত হন।
এদের মধ্যে গুরুতর আহত ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বাকি আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে বলে জানান ওসি খায়রুল ফজল।
আজকের বাজার/একেএ