সিলেটে হাসপাতাল থেকে পালিয়েছে করোনা আক্রান্ত রোগী

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া করোনাভাইরাসে আক্রান্ত এক নারীকে খুঁজছে পুলিশ।

তবে ওই নারীর সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের রঙ্গিটিলা গ্রামের বাড়ি এবং ধোপাগুলে বাবার বাড়িতে গিয়েও তার সন্ধান মেলেনি।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমদ জানান, হাসপাতালের গাইনি ওয়ার্ডে গত বুধবার সন্তানের জন্ম দেন ওই মহিলা। কিন্তু শিশুটি মারা যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর জ্বর, গলাব্যথা দেখা দিলে তার শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।

বৃহস্পতিবার রাতে ওই নারীর শরীরে করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও, তাকে আর হাসপাতালে খুঁজে পাওয়া যায়নি।

এ অবস্থায় তার সন্ধানে অভিযান চালাচ্ছে পুলিশ।