সিলেটে হোম কোয়ারেন্টাইনে ২৮৯ জন

করোনা সন্দেহে সিলেটে ২৮৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। হাসপাতালে কোয়ারেন্টাইনে আছেন সৌদি ফেরত এক নারী এবং ১০ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে জানান, ”সিলেটের যে ২৮৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাদের বেশিরভাগই প্রবাসী ও তাদের স্বজন।”

এছাড়া মৌলভীবাজারে ১১৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন জানান ওই জেলার সিভিল সার্জন ডা. তৌহিদ আহমদ।

আর সুনামগঞ্জে ১৪ জন ও হবিগঞ্জে ৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন জানান সংশ্লিষ্টরা।

আজকের বাজার/শারমিন আক্তার