সিলেটে ২০টি প্রকল্প উদ্বোধন ও ১৮টির ভিত্তি স্থাপন করলেন প্রধানমন্ত্রী

সিলেটে ২০টি প্রকল্প উদ্বোধন এবং ১৮টির ভিত্তি স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনব্যাপী সফরে সিলেটে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীকে বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল ১০ টা ৪০ মিনিটে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

মূলত ৩০ জানুয়ারি থেকেই শাহজালাল (রঃ), হজরত শাহ পরান (রঃ) ও হজরত গাজী বোরহান উদ্দিন (রঃ)’র মাজার জিয়ারতের মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রাক-নির্বাচনী প্রচার শুরু করবেন শেখ হাসিনা।

মঙ্গলবার বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার মধ্য দিয়ে এই প্রচার শুরু হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ।

এছাড়া গতকাল সোমবারই কেন্দ্রীয় নেতাদের একটা বড় অংশ সিলেট চলে গেছে। সমাবেশ সফল করতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে গত কয়েক দিন একাধিক প্রস্তুতি সভা করা হয়েছে।

প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে আলিয়া মাদ্রাসা মাঠে যাওয়ার সব পথ পোস্টার-ফেস্টুন-বিলবোর্ডে ভরে গেছে। মনোনয়নপ্রত্যাশী ব্যক্তিদের ব্যানার-পোস্টার দেখা গেছে সিলেট নগরজুড়ে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণার কাজ শুরু করেন। করেন সিলেটে একটি জনসভাও। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন। এরপর জাতীয় নির্বাচন। জনসভা থেকে নির্বাচনী দিকনির্দেশনা আসবে। তাই নেতা-কর্মীদের আগ্রহ জনসভা ঘিরে।

এদিকে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার(গণমাধ্যম) মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জনসভাস্থলসহ সিলেটজুড়েই বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আলিয়া মাদ্রাসা মাঠসহ আশপাশের এলাকায় শতাধিক সিসি ক্যামেরা লাগানো হয়েছে। নগরের প্রবেশমুখে ১০০টি অস্থায়ী নিরাপত্তাচৌকি বসানো হয়েছে।

আজকের বাজার:এলকে/ ২৯ জানুয়ারি ২০১৮