সিলেটে ২৪ ঘন্টায় ২২ জনের মৃত্যু যা এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক ২২ জনের মৃত্যু হয়েছে। অবশ্য এই সময়ে আক্রান্তের চেয়ে সুস্থতা বেড়েছে। আজ সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করে। তথ্য মতে বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫৭ জন।

সুস্থ হয়েছেন ৭১৫ জন। গত ২৪ ঘন্টায় মৃত ২২ জনের মধ্যে সিলেট জেলায় ১৯, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ১ জন রয়েছেন। এর আগে সিলেট বিভাগে করোনায় সর্বোচ্চ ২০ জনের মৃত্য হয়। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে সর্বমোট মারা গেছেন ৮৪৪ জন। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬৭৭, সুনামগঞ্জে ৫৯,হবিগঞ্জে ৪২ ও মৌলভীবাজাওে ৬৬ জন রয়েছেন। এ দিকে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৫৫৭ জন। আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ৫৯০ জন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ সংখ্যক ৩১৯, সুনামগঞ্জে ৬৩, হবিগঞ্জে ৬১ ও মৌলভীবাজারে ১১৪ জন রয়েছেন। বিভাগে গত ২৪ ঘন্টায় মোট ১ হাজার ৯১৭ জনের করোনা পরীক্ষার বিপরীতে ৫৫৭ জনের ফলাফল পজেটিভ আসে।

এতে সংক্রমণের হার হচ্ছে ২৯ দশমিক ০৬ ভাগ। যা আগের দিন ছিল ২৮ দশমিতক ৭২ ভাগ। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ৪৭ হাজার ১১ জন।

অপর দিকে গত ২৪ ঘন্টায় বিভাগের চার জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭১৫ জন। এ নিয়ে করোনা থেকে মোট সুস্থ হয়ে উঠেন ৩৪ হাজার ৫৫২জন। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৮২ জন। যা আগের দিন ছিল ১৩৬ জন। এ নিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট চিকিৎসাধীন রয়েছেন ৪৬৯ জন। গত একদিনে সিলেট বিভাগে র‌্যাপিড এ্যন্টিজেন টেষ্টের মাধ্যমে কভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয় ১৩৯ জন। এ সময়ে আরও ৮৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে বিভাগের চার জেলায় বর্তমানে মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২ হাজার ৫৪ জন। তথ‌্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান