বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ২৪ সেপ্টেম্বর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে সিলেট বিএনপির বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।
গতকাল সোমবার এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম সিদ্দিকী বিভাগীয় মহাসমাবেশ সফল করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
আজকের বাজার/লুৎফর রহমান