সিলেট আসছেন ওয়াকার ইউনিস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর শুরু হতে আর ১২ দিন বাকি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৪ নভেম্বর উদ্ভোধনী ম্যাচ দিয়েই এবারের আসরের পর্দা উঠবে। এদিকে এর পূর্বেই সিলেটে আসছেন পাকিস্তানের গ্রেট পেস বোলার ওয়াকার ইউনিস।

আগের আসরে বিপিএলে সিলেটের কোনো দল ছিল না। এবার ‘সিলেট সিক্সার্স’ নামে অংশ নিচ্ছে সিলেট। মূল আসরে নামার আগে ভবিষ্যতের তারকা বোলারদের খুঁজে বের করার লক্ষ্যে ‘ফিউচার সিক্সার্স’ নামে বোলার হান্ট কর্মসূচির আয়োজন করেছে ফ্র্যাঞ্চাইজিটি। আর তাদের আমন্ত্রণেই আগামীকাল (মঙ্গলবার) সিলেট আসছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস। মূলত এই ক্রিকেটার হান্টের সেরা ১০ বোলারকে খুঁজে বের করতেই আসছেন ওয়াকার।

গত শুক্রবার (২০ অক্টোবর) সিলেট জেলা স্টেডিয়ামে এবং শনিবার (২১ অক্টোবর) সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম ও হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে ‘ফিউচার সিক্সার্স’ নামে পেসার হান্ট কার্যক্রম পরিচালিত হয়। তিন ভেন্যু থেকে প্রাথমিকভাবে বাছাই করা হয় ৬২ জন বোলারকে।

২৫ অক্টোবর (বুধবার) সিলেট জেলা স্টেডিয়ামে হবে মূল প্রতিযোগীতা। প্রাথমিকভাবে বাছাই করা ৬২ ক্রিকেটার থেকে ১০ জনকে বাছাই করবেন ওয়াকার ইউনিস। বিজয়ী ১০ বোলার বিপিএলের প্রথম অংশে (সিলেট পর্বে) সিলেট সিক্সার্সের সাথে থাকা, খাওয়া ও অনুশীলন করার সুযোগ পাবেন। ভবিষ্যতের ক্রিকেটারদের আন্তর্জাতিক অভিজ্ঞতার ছোঁয়া দিতেই এমন পরিকল্পনা করেছে সিলেট সিক্সার্স ফ্র্যাঞ্চাইজি।

১০ বোলার বাছাই কার্যক্রমে অংশ নেবার পাশাপাশি সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন ওয়াকার ইউনিস। উল্লেখ্য, প্রতিভাবান ক্রিকেটার খোঁজে ২৭-২৯ সেপ্টেম্বর পর্যন্ত ট্যালেন্ট হান্ট করেছিল আরেক ফ্র্যাঞ্জাইজি রংপুর রাইডার্স। পেসারদের পাশাপাশি এতে অংশ নেবার সুযোগ ছিল স্পিনার ও ব্যাটসম্যানদের। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এই ক্রিকেটার হান্ট কর্মসূচির উদ্ভোধন করেছিলেন। তিন দিনের কর্মসূচি শেষে ২০ জন ক্রিকেটারকে বাছাই করে রংপুর রাইডার্স।

আজকের বাজার:সালি / ২৩ অক্টোবর ২০১৭