সিলেট ওসমানী বিমানবন্দরে ৭৯৮ কার্টন সিগারেট উদ্ধার

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর লাগেজ তল্লাশি করে ৭৯৮ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করেছে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগ।

রোববার বিজি-২২৪ বিমানের ফ্লাইটের তিন যাত্রীর লাগেজ তল্লাশি করে সিগারেটের চালানটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সিগেরেটের মধ্যে আপেল ফ্লেভারের ‘মন্ড’ সিগারেট ৪৬৪ কার্টন, ‘স্ট্রবেরি’ ফ্লেভারের ২৩০ কার্টন ও ১০৪ কার্টন ‘ইজি’ সিগারেট রয়েছে।

যাদের লাগেজে সিগারেট পাওয়া গেছে তারা হলেন- হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর নোয়াপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে ওসমান ফারুক (৩৬), ফেনী জেলার ফুলগাজি উপজেলার দক্ষিণ বড়িয়া গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে মো. রায়হান (২৩) ও চট্টগ্রামের হাটহাজারির বালুখালি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মো. মামুন (৩৪)।

সিলেট ওসমানী বিমানবন্দরের কাস্টম সুপার আবদুল মোতালেব বলেন, সিগারেটের চালানটি দুবাই আবুধাবি থেকে আনা হয়েছে। তবে কাস্টম আইন প্রযোজ্য না হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিন যাত্রীকে ছেড়ে দেয়া হয়েছে।

আজকের বাজার/এমএইচ