সিলেট ও সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
নিহতরা হলেন- মোহন মিয়া (৩০) ও ছাদেক হোসেন (১৮)।
সিলেট কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রিতম জানান, বৃহস্পতিবার রাতে পৌনে ১২টার দিকে সিলেট নগরীর সোবহানীঘাটে বৈদ্যুতিক পিলারবাহী গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলের চালক মোহন মিয়া (৩০) ঘটনাস্থলেই নিহত হন।
নিহত মোহন মিয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবির বাজার এলাকার আলীনগর গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে।
এ ঘটনায় গাড়িটিকে জব্দ এবং চালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ।
অন্যদিকে সাতক্ষীরা কালিগঞ্জ শ্যামনগর সড়কে শুক্রবার সকাল ৯ টার দিকে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
নিহত ছাদেক হোসেন (১৮) কালিগঞ্জ উপজেলার পারুলগাছা গ্রামের সামছুর হাজারীর ছেলে।
শ্যামনগর থানার এসআই রোকন মিয়া জানান, কালিগঞ্জ থেকে মোটরসাইকেল চালিয়ে ছাদেক হোসেন শ্যামনগরের দিকে আসছিলেন। পথিমধ্যে ইছাকুড় পানির ট্যাংকির সামনে পৌঁছালে একটি ইঞ্জিনচালিত ভ্যানকে (টমটম) ওভারটেক করার সময় মোটরসাইকেল ও ইঞ্জিনভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় ছাদেক হোসেন তার মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।