সিলেট জেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি অ্যাডভোকেট সাঈদ আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৩ জুলাই) দিবাগত রাত ৩টায় তার উপশহরের বাসা থেকে শাহপরান থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন বলেন,‘পুলিশ এসল্ট (পুলিশের ওপর হামলা) মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
সোমবার সাঈদকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে বলেও জানান তিনি।
আজকের বাজার/এমএইচ