চাঁদা বাড়ানোর প্রতিবাদে সিলেট-ঢাকা রুটে বাস ধর্মঘট ডেকেছে পরিবহন শ্রমিকরা।
আজ শুক্রবার সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়েছে বলে সিলেট-ঢাকা বাস মালিক সমিতি সূত্রে জানা গেছে।
সমিতির সিলেট প্রান্তের সভাপতি জমির উদ্দিন বলেন, পরিবহন শ্রমিক সমিতির পক্ষ থেকে আগে বাসপ্রতি ৩০ টাকা করে চাঁদা নেওয়া হতো। কিন্তু গত ১ মে থেকে সেটি ৫০ টাকা করা হয়। এ জন্য এই ধর্মঘট ডাকা হয়েছে।
তবে পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক মইনুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত একজন শ্রমিককে ক্ষতিপূরণ বাবদ আগে ৫০ হাজার টাকা করে প্রদান করা হতো। এখন সেটি এক লাখ টাকা করা হয়েছে। এ জন্য চাঁদার হার বাড়ানো হয়েছে।
আজকের বাজার/ এমএইচ