রানওয়ের ধারণক্ষমতা বৃদ্ধি, রানওয়ে সম্প্রসারণসহ সিলেট থেকে সরাসরি দেশের বাইরে ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। রবিবার বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবি)২০১৯-২০ প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন,‘সিলেটের ওসমানী বিমানবন্দরের জন্য বর্তমান সরকার বিশাল প্রজেক্ট হাতে নিয়েছে।’
সিলেটকে ইতিহাস ঐতিহ্যে ও সংস্কৃতিতে সমৃদ্ধ জেলা উল্লেখ করে তিনি বলেন, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের কোনো তুলনা হয় না। সিলেট বিভাগের আনাচে কানাচে ছড়িয়ে আছে ইতিহাস। সিলেট বিভাগে পর্যটনের যে বৈচিত্র্য রয়েছে বিশ্বের অনেক জায়গাতেই নেই। এই সিলেট শহর হযরত শাহজালাল (র:) এর স্মৃতিবিজড়িত শহর। প্রাচ্য এবং প্রাশ্চাত্য সমৃদ্ধ গড়ে ওঠা এই জনপদ। আমরা যারা সিলেটের নাগরিক হিসেবে পরিচয় দেই সবাই আমাদের আলাদা সম্মান প্রদর্শন করে। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে মাহবুব আলী বলেন, পড়াশোনার পাশাপাশি গান, নাচ, আবৃত্তি মনের সুকুমারবৃত্তি জাগিয়ে তোলে। তোমাদের উচিত এই সুকুমারবৃত্তিকে জাগিয়ে তোলা। আমাদের আত্ম-মর্যাদা থাকতে হবে। প্রগতির পথে আমাদের চলতে হবে, কোনো অন্যায়ের পথে মাথা নত না করা, মাদককে না বলা, দুর্নীতিকে ঘৃণা করা তোমাদের শিখতে হবে।
শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদের সভাপতিত্বে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ বেলাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমদ, ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক রাশেদ তালুকদার,রেজিস্ট্রার ইসফাকুল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রনেতারা উপস্থিত ছিলেন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান