করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে সিলেট নগরীর রাস্তায় জীবাণুনাশক ওষুধ ছিটাচ্ছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
রবিবার রাত থেকে এই কার্যক্রম শুরু হয়েছে।
সিসিক সূত্র জানায়, নভেল করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় নগরীর রাস্তাঘাটে জীবাণুনাশক ওষুধ ছিটানোর কার্যক্রম শুরু করা হয়েছে।
প্রসঙ্গ, বাংলাদেশে গত রবিবার পর্যন্ত করোনাভাইরাসে ২৭ জন আক্রান্তের তথ্য জানিয়েছে সরকার। যাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে এবং পাঁচজন সুস্থ হয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/শারমিন আক্তার