সিলেট বিভাগে করোনায় আরও ১২ জনের মৃত্যু

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফের ১২ জনের মৃত্যু হয়েছে। এর আগেরদিনেও করোনায় সিলেট বিভাগে সমান সংখ্যক লোকের মৃত্যু ঘটে।

আজ রোববার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য বিভাগ সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্যমতে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে বিভাগের চার জেলায় মৃত ১২ জনের মধ্যে সিলেট জেলার ১০ ও সুনামগঞ্জের ২ জন রয়েছেন। এপর্যন্ত বিভাগের চার জেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে ৯৮৪ জনের। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৬৫ জন,সুস্থ হয়েছেন ৩৯০ জন। বিভাগে গত ২৪ ঘন্টায় মোট ১হাজার ৫৬১ জনের করোনা পরীক্ষার বিপরীতে ১৬৫ জনের ফলাফল করোনা পজেটিভ আসে,এতে করে সংক্রমনের শতকরা হার হচ্ছে ১৬.৬২ ভাগ,যাহা এপর্যন্ত আক্রান্তের হার সর্বনিম্ন। আগেরদিন বিভাগে আক্রান্তের হার ছিলো ১৯.৩৮ ভাগ। এনিয়ে সিলেট বিভাগে করোনায় সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ৫১ হাজার ২০৬ জন। অপরদিকে বিভাগের চার জেলায় করোনা থেকে মোট সুস্থ্য হয়ে উঠেছেন ৪০ হাজার ৩৮৫ জন। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মাত্র ৩১ জন। এনিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট চিকৎসাধীন রয়েছেন ৪২৪ জন। আগেরদিন ছিলো ৪৭৯ জন করোনা রোগী। একই সময়ে সিলেট বিভাগে র‌্যাপিড এ্যন্টিজেন টেষ্টের মাধ্যমে কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন ৮৪ জন। গত ২৪ ঘন্টায় বিভাগে আরও ২৭ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে, আগেরদিন এসংখ্যা ছিলো ৩৪ জন। এনিয়ে বিভাগের চার জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ৫৬১ জন,যহা আগেরদিন এসংখ্যা ছিলো ১ হাজার ৬শ জন। তথ‌্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান