সিলেট বিভাগে গত একদিনে করোনায় ৫৪০ জন সংক্রমিত হয়েছেন, এসময় মৃত্যুবরণ করেছেন ৫ জন। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্যমতে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত একদিনে করোনা ভাইরাসে সংক্রমিত ৫৪০ জনের মধ্যে সিলেট জেলার ৩১৪, সুনামগঞ্জ ২৫, হবিগঞ্জ ৭৬ ও মৌলভীবাজার জেলার ১২৫ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে গত একদিনে বিভাগের মধ্যে মোট ১ হাজার ২৯৫ জনের নমুনা পরীক্ষায় ৫৪০ জনের করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৪৫৮ জনে।
এদিকে গত একদিনে মৃত ৫ জনের মধ্যে সিলেট জেলার ৪ জন ও হবিগঞ্জের ১ জন রয়েছেন। এনিয়ে সিলেট বিভাগের চার জেলায় করোনায় মোট ৫৩৪ জন মৃত্যুবরণ করেছেন। অপরদিকে সিলেট বিভাগের চার জেলায় গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২১২ জন। এ পর্যন্ত বিভাগে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ২৫ হাজার ৩৭৭ জন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান