সিলেট বিভাগে আরও ১৫২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৬১৪ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৯৩ জন, সুনামগঞ্জে ৮ জন, হবিগঞ্জে ১২ জন ও মৌলভীবাজারের ৩৯ জন রয়েছেন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, বিভাগে মোট আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ২ হাজার ৫৫০ জন, সুনামগঞ্জে ৯৯০ জন, হবিগঞ্জে ৬০৫ জন ও মৌলভীবাজার জেলায় ৪৬৯ জন আছেন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে এখন হাসপাতালে ভর্তি আছেন ২৫০ জন। এর মধ্যে সিলেটে ১১৮, সুনামগঞ্জে ৫৮, হবিগঞ্জে ৫৬ ও মৌলভীবাজারে ১৮ জন।
এদিকে, সিলেট বিভাগে করোনামুক্ত হয়ে মঙ্গলবার রাত পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৩০৪ জন। এর মধ্যে সিলেটে ৪১২, সুনামগঞ্জে ৪৫৯, হবিগঞ্জে ২১৮ ও মৌলভীবাজারের ২১৫ জন।
বিভাগে মঙ্গলবার করোনায় আরও দুজন মারা গেছেন। তারা সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৭ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৬১ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ৬ জন ও মৌলভীবাজারে ৪ জন মারা গেছেন।