সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে ৩৯ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা জয়ীর সংখ্যা ১০ হাজার ছাড়ালো।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয় এ তথ্য নিশ্চিত করে জানায় গত এক দিনে সিলেট বিভাগে ৩৯ জন রোগী সুস্থ হয়েছেন। যার মধ্যে সিলেট জেলায় সুস্থ হয়েছেন ২৫ জন, সুনামগঞ্জ জেলায় ২ জন এবং মৌলভীবাজারে ১২ জন। এ নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ১৫ জন। এর মধ্যে সিলেটে ৫ হাজার ১৯৩, সুনামগঞ্জে ২ হাজার ৩৭, হবিগঞ্জে ১ হাজার ২৬৯ ও মৌলভীবাজারে ১ হাজার ৫১৬ জন।
গত ২৪ ঘণ্টায় সিলেটের দুই পিসিআর ল্যাবে মোট ৫৫৪ জনের নমুনা পরীক্ষার মধ্য দিয়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন মাত্র ৪৪ জন। এর মধ্যে সিলেটের ২৭, সুনামগঞ্জের ২, হবিগঞ্জের ৭ জন ও মৌলভীবাজারের ৮ জন। এ নিয়ে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১২ হাজার ৪২৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৬ হাজার ৭১৩, সুনামগঞ্জে ২ হাজার ৩০৪, হবিগঞ্জে ১ হাজার ৭৩০ ও মৌলভীবাজার জেলায় ১ হাজার ৬৭৬ জন।
গত টানা চারদিন সিলেটে কেউ মারা যাননি এ ভাইরাসে, তবে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা। সর্বশেষ তথ্য অনুযায়ী আজ বুধবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা ২১২ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৫৪ জন। এছাড়া সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৫ জন এবং মৌলভীবাজারে ২১ জন মারা গেছেন।
এই বিভাগে করোনা আক্রান্ত হয়ে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৭৫ জন। এর মধ্যে সিলেটে ৫৫, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ৯ ও মৌলভীবাজারে ৯ জন।