সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ৪৬ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১ জন এবং একই সময়ে করোনাভাইরাসে বিভাগের মধ্যে কারো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে , আজ সকাল ৮ টা পর্যন্ত সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সিলেট বিভাগে ৪৬ জন সুস্থ হয়েছেন। নতুন সুস্থ হওয়ার মধ্যে সিলেট জেলায় ৩৮ জন,সুনামগঞ্জের ৭ জন ও হবিগঞ্জের ১ জন রয়েছেন। এ সময়ে মৌলভীবাজার জেলায় কেউ সুস্থ হননি। আর সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪১ জনে। এরমধ্যে সিলেট জেলার ৬ হাজার ৫২৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩৪২ জন, হবিগঞ্জে ১ হাজার ৫১৭ জন এবং মৌলভীবাজারের ১ হাজার ৬৫৮ জন সুস্থ হয়েছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন ৩১ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৬ জন, সুনামগঞ্জে ১ জন ও মৌলভীবাজার জেলায় ৪ জন রয়েছেন। তবে একই সময়ে হবিগঞ্জ জেলায় কেউ আক্রান্ত হননি। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে প্রমাণিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫১৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৫৩৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪০১, হবিগঞ্জে ১ হাজার ৮০৫ এবং মৌলভীবাজারে ১ হাজার ৭৭৬ জন।
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ জন। এরা সবাই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাড়িয়েছে ৬১ জন। এরমধ্যে সিলেট জেলায় ৫২, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ১ও মৌলভীবাজার জেলার ৫ জন রয়েছেন।
করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগের চার জেলায় কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত বিভাগের চার জেলায় মোট মৃতের সংখ্যা ২২৬ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৬৪ সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২১ জন।
বিভাগের চার জেলায় বর্তমানে হোম কোয়ারান্টাইনে আছেন ১৫৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৬ জন, হবিগঞ্জে ৩৭ জন,মৌলভীবাজারে ৯৬ জন। সুনামগঞ্জ জেলায় টানা কয়েকদিন যাবত কেউই হোম কোয়ারান্টাইনে নেই।