সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ১০৮ জন সুস্থ হয়েছেন। এছাড়া, নতুন আক্রান্ত হয়েছেন আরও ৩২ জন। এ সময়ে এ ভাইরাসে কারো মৃত্যু হয়নি।
আজ সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় এ তথ্য জানিয়েছে।
একই সময়ে সুস্থ হওয়া ১০৮ জনের মধ্যে সর্বাধিক সিলেটে সুস্থ হয়েছেন ৭১ জন। সুনামগঞ্জে ৩৩ জন রোগী সুস্থ হয়েছেন। এদিন মৌলভীবাজারে কোনো রোগী সুস্থ না হলেও হবিগঞ্জে ৪ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনা থেকে সুস্থতার মোট সংখ্যা হচ্ছে ১০ হাজার ৮০১ জন। এদের মধ্যে সিলেট জেলায় ৫ হাজার ৬২৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩৩৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৩৩৮ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৬০৩ জন রয়েছেন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ৩২ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ২০ জন ও মৌলভীবাজারে ২ জন রোগী শনাক্ত হয়েছে। এদিন বিভাগের অন্য দুই জেলা হবিগঞ্জে ৩ জন ও সুনামগঞ্জে ৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা ১২ হাজার ৮০৩ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৬ হাজার ৯৬৩ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৩৫৬ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৬৪ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৭০২ জন শনাক্ত হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২২০ জন। এদের মধ্যে সিলেট জেলার ১৫৯ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৫ জন এবং মৌলভীবাজারের ২১ জন।
সিলেটের ৪ জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬০ জন। এর মধ্যে সিলেটে ৫৪ জন, সুনামগঞ্জে ১ জন, হবিগঞ্জে ৩ জন ও মৌলভীবাজারে ২ জন।
বিভাগের ৪ জেলায় বর্তমানে হোম কোয়ারান্টাইনে আছেন ৫৩১ জন, এর মধ্যে সিলেট জেলায় ৩৫১ জন, হবিগঞ্জে ৫১ জন, মৌলভীবাজারে ১২৯ জন, সুনামগঞ্জ জেলায় কেউ হোম কোয়ারান্টাইনে নেই।