সিলেট বোর্ডে পাসের হার ৬২.১১%

এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাস করেছে ৬২ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৭২ শতাংশ।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ ।

তিনি জানান, সিলেট শিক্ষাবোর্ড থেকে এবার অংশ নেয় ৭১ হাজার ৪২ জন পরীক্ষার্থী। পাস করেছে ৪৪ হাজার ১২৭ জন। ছাত্র সংখ্যা ছিল ৩২ হাজার ৮৮৫ জন। পাস করেছে ১৯ হাজার ১ ৮৬ জন। পাসের হার ৫৮ দশমিক ৯২। ছাত্রী ছিল ৩৮ হাজার ৭৯০ জন। পাস করেছে ২৪ হাজার ৯৪১ জন। পাসের হার ৬৪ দশমিক ৮১।

আরএম/