প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর এবার সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আগামীকাল সোমবার সকাল ৮টায় গুলশানের বাসভবন থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা দেবেন খালেদা জিয়া। খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার অর্থসূচককে এ তথ্য জানান।
এদিকে সিলেট বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে খালেদা জিয়া এ সফর করবেন। ওই দিন সকালে তিনি ঢাকা থেকে সড়কপথে সিলেটের উদ্দেশে রওনা দেবেন। মাজার জিয়ারত শেষে সিলেটেই রাত যাপন করবেন। পরদিন তিনি ঢাকায় ফিরবেন।
গত ৩০ জানুয়ারি সিলেটে মাজার জিয়ারত করে জনসভার মধ্য দিয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচারণা শুরু করেন। ওই জনসভার পর বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদও সিলেট সফর করে মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরুর ঘোষণা দেন।