সিলেট-লন্ডন-সিলেট রুটে বিমান বাংলাদেশের ফ্লাইট উদ্বোধন

সিলেট-লন্ডন-সিলেট রুটে রবিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

রবিবার থেকে সিলেট- লন্ডন রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল সোয়া ১১টায় ২৩২ জন যাত্রী নিয়ে বিমানটি ছাড়ার কথা রয়েছে।

যুক্তরাজ্যে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সিলেটের নাগরিক।