জয় দিয়েই বিপিএলের শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিজেদের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সকে ৪ উইকেটে হারিয়েছে তারা।
মিরপুরে রোববার দিনের প্রথম এই ম্যাচে সিলেটকে ১২৭ রানে বেঁধে রেখে কুমিল্লার জয়ের ভিত গড়ে দিয়েছিলেন বোলাররা। পরে তামিম ইকবালের দৃঢ়তাপূর্ণ ব্যাটিং ও শহীদ আফ্রিদির শেষের ঝড়ে এক বল বাকি থাকতেই ম্যাচ জিতেছে কুমিল্লা।
আফ্রিদি ২৫ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৩৯ রানে অপরাজিত থাকেন। বল হাতে ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ১ উইকেট নিয়ে ম্যাচসেরাও হন তিনি।
এছাড়া তামিম ইকবাল ৩৫, স্টিভ স্মিথ ১৬ এবং শোয়েব মালিক ১৩ রান করেন।
সিলেটের পক্ষে আল-আমিন হোসেন ও লামিচানে ২টি করে উইকেট এবং আফিফ হোসেন ১টি উইকেট লাভ করেন।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৭ রান করে সিলেট সিক্সার্স। দলের পক্ষে নিকোলাস পুরান ২৬ বলে সর্বোচ্চ ৪১ রান করেন। ৫টি চার ও ২টি ছক্কায় সাজান তার ইনিংসটি। এছাড়া অলক কাপালি ও আফিফ হোসেন উভয়েই ১৯ রান করে করেন।
কুমিল্লার পক্ষে সাইফুদ্দিন, মোহাম্মদ শহীদ ও মেহেদী হাসান প্রত্যেকেই ২টি করে এবং আফ্রিদি ১টি উইকেট লাভ করেন।
আজকের বাজার/এমএইচ