আগে এসেছিলেন মাত্র দু’দিনের জন্য। শুভেচ্ছা দূত হয়ে এসে সিলেট সিক্সার্সের সেরা ১০ জন বোলার বাছাই করে ছিলেন। ওয়াকার ইউনূসকে প্রথমবারের মতো সিলেটে নিয়ে বেশ চমকই দিয়ে ছিলো সিক্সার্স। এবার পরিচয় পাল্টে পুরো মৌসুমের জন্য ওয়াকারকে নিয়ে এসেছে সিক্সার্স।
বিপিএলের বাকী পুরোটা সময়ই ‘মেন্টর’ হিসেবে সিলেট সিক্সার্সের সঙ্গে থাকবেন পাকিস্তানের গতি দানব। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে প্ৗেছেছেন। দলের কর্মকর্তারা অভ্যর্থনা জানিয়ে নিয়ে গেছেন টিম হোটেলে।
সিলেট সিক্সার্সের মিডিয়া ম্যানেজার তামজিদ আহমেদ খান বিষয়টা নিশ্চিত করে জানিয়েছেন ‘ওয়াকার ইউনুস মেন্টর হিসেবে বিপিএলের বাকি পুরোটা সময় সিলেট সিক্সার্সের সঙ্গে থাকবেন।’
আজকের বাজার: সালি / ১৬ নভেম্বর ২০১৭