সিলেট সিক্সার্সে সোহেল তানভীর

বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরের চলতি পথে পাকিস্তানি ক্রিকেটার সোহেল তানভীরকে দলে ভিড়িয়েছে সিলেট সিক্সার্স।
বিপিএলে আগের আসরে সিলেটের কোনো দল ছিল না। এবারের আসরে সিলেট সিক্সার্স নামে অংশ নিয়েছে তারা। এদিকে বিপিএলের প্রথম পর্বের ৮টি ম্যাচ সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
ঘরের মাঠে দুর্দান্ত শুরু করে সিলেট সিক্সার্স। চার ম্যাচের তিনটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসে। কিন্তু সেই ধারা ধরে রাখতে পারে নি নাসিরের দল। ভেন্যু পরিবর্তনের পাশাপাশি বদলে গেছে ভাগ্যও। ঢাকায় এসে চার ম্যাচের তিনটিতে হারে, বাকি ম্যাচটিতে বৃষ্টির কল্যানে এক পয়েন্ট পায়। টুর্নামেন্টে তাদের বর্তমান অবস্থান ৫ নম্বরে। তবে এখনো প্লে-অফে যাওয়ার সম্ভাবনা আছে সাব্বিরদের। তাই দলে নতুন ক্রিকেটার সোহেল তানভীরের অন্তর্ভূক্তি।
আজ (রবিবার) সকালে দলের সাথে যোগ দিয়েছেন তানভীর। পাশাপাশি চট্টগ্রামের এম.এ আজিজ স্টেডিয়ামে করেছেন অনুশীলন। এপর্যন্ত ২৬৯ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সোহেল তানভীর। যার মাঝে ২৬৪ ইনিংসে বল করে নিয়েছেন ২৮১ টি উইকেট। সর্বোচ্চ বোলিং ফিগার ১৪ রানে ৬ উইকেট। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও জ্বলে উঠার ক্ষমতা আছে তানভীরের। ১৭৫ ইনিংসে ব্যাট করে ২০২৩ রান করেছেন তিনি। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৬০ রান।
উল্লেখ্য, কিছুদিন আগে সিলেটের মেন্টর হিসেবে যোগ দেন পাকিস্তানি গ্রেট ওয়াকার ইউনিস। সিলেট সিক্সার্সের পরবর্তি ম্যাচ ২৮ নভেম্বর। প্রতিপক্ষ রংপুর রাইডার্স।
বিপিএলে রাজশাহী কিংসের হাতে রয়েছে আর চারটি ম্যাচ। সুপার ফোরে যেতে হলে চার ম্যাচে জয়ের বিকল্প নেই। একটি কিংবা দুইটি পরাজয় ছিটকে দিতে পারে রাজশাহী কিংসকে। সুপার ফোরে যাওয়ার পথটা রাজশাহী কিংসের জন্য মোটেও মসৃণ নয়। তবে সেই অমসৃণ পথ পাড়ি দেওয়ার ব্যাপারে আশাবাদী দলটির ওপেনার বাঁহাতি ব্যাটসম্যন মুমিনুল হক।
আজকের বাজার: সালি / ২৬ নভেম্বর ২০১৭