সিলেট-৩ আসনে জাতীয় সংসদের উপ নির্বাচনে ৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে এ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন সিলেট নির্বাচন অফিস।সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহা.ইসরাইল হোসেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফয়ছল কাদের প্রার্থী ও তাদের প্রতিনিধিদের হাতে বরাদ্দকৃত প্রতীক তুলে দেন। প্রতীক বরাদ্দপ্রাপ্তদের মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন দলীয় প্রতীক নৌকা,জাতীয় পার্টী মনোনীত প্রার্থী আতিকুর রহমান আতিক পেয়েছেন দলীয় প্রতীক লাঙ্গল, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া পেয়েছেন দলীয় প্রতীক ডাব ও সাবেক সংসদ সদস্য, সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত স্বতস্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী পেয়েছেন মোটরগাড়ি (কার)। এদিকে প্রতীক বরাদ্দের সময় অন্যরা উপস্হিত থাকলেও জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী নির্বাচন অফিসে উপস্থিত ছিলেন না। প্রতীক বরাদ্দের পর তাদের পক্ষের লোকজন বরাদ্দকৃত প্রতীক নিয়ে আসেন।
এতথ্য নিশ্চিত করে বলেন,সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন। তিনি বলেন, উৎসব মুখোর পরিবেশে সিলেট-৩ আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে, এবারের সিলেট-৩ আসনের উপ নির্বাচনে মোট ৪ জন প্রার্থী অংশ নিচ্ছেন। উল্লেখ্য যে চলতি বরের ১১ মার্চ সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। এতে সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ সংসদীয় আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পরবর্তীতে নির্বাচন কমিশনের ঘোষিত তপসিল অনুযায়ী আগামী ২৮ জুলাই এ আসনে উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সিলেট-৩ আসনে উপনির্বাচনে একজন নারীসহ মোট ৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই বাছাই শেষে ২ জনের প্রার্থীতা বাতিল হয়। এনির্বাচনে মোট ৪ জন চুড়ান্তাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ওই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার। ভোট কেন্দ্র ১৪৯টি।