বেনাপোলে সিল জালিয়াতির অভিযোগে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে বরিবার রাত ৮টার দিকে তাকে আটক করা হয়। আটক জুনায়েদ হোসেন (২৩) নরসিংদী জেলার রামনগর রায়পুরা থানার পুর্বাহরিপুর গ্রামের মমতাজ উদ্দীনের ছেলে।
চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, আটক পাসপোর্টধারী যাত্রী ভারতীয় ইমিগ্রেশন সিল নিতে গেলে তাদের বাংলাদেশি ইমিগ্রেশন সিল নিয়ে সন্দেহ হলে ওই যাত্রীকে তারা আবার বাংলাদেশ ইমিগ্রেশনে ফেরত পাঠায়। প্রাথমিকভাবে সিলটি জাল নিশ্চিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আটক যাত্রীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, এ চক্রকে আটকে অভিযান চলছে। তবে আটকযাত্রী জুনায়েদ জানান, ভারত যাওয়ার জন্য দুপুরে ইমিগ্রেশনে পৌঁছালে ওসমান ও শাহাজান নামের দুই ব্যক্তি তার পাসপোর্টে সিল মারা ও ভারতে প্রবেশের কাজে সহযোগিতার কথা বলে পাসপোর্ট বই নিয়ে নেয়। কিছুক্ষণ পর তার বই দিয়ে তাকে গেট পার করে ভারতে পাঠায়। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান