জাল ভোটের অভিযোগে ইকবাল নগর বিদ্যালয়ে ভোট স্থগিত

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ইকবাল নগর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জোর করে ব্যালটে সিল মারার অভিযোগে ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার(১৫ মে) দুপুর পৌণে ১২টায় সহকারী রিটার্নিং অফিসার মো. আনিসুর রহমান কেন্দ্রটি বন্ধ ঘোষণা করেন।

তিনি বলেন, কিছু দুষ্কৃতিকারী সকালে জোর পূর্বক ৭নং বুথে ঢুকে ব্যালটে সিল মেরে ব্যালট বাক্স ভরে রাখে। এজন্য কেন্দ্রটির ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে।তবে দায়িত্ব অবহেলার জন্য ভোটকেন্দ্রে দায়িত্বরতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরজেড/