সিলেট সিটি করপোরেশনের (সিসিক) স্থগিত দুই কেন্দ্রের ভোট আগমীকাল শনিবার অনুষ্ঠিত হবে।
গত ৩০ জুলাই সিসিক নির্বাচনে অনিয়মের কারণে নগরীর গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
এ দুই কেন্দ্রের ভোটে নির্ধারিত হবে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ও আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের ভাগ্য।
স্থগিত দুই কেন্দ্র ছাড়া বাকি সব কেন্দ্রের সম্মিলিত ভোট গণনায় মেয়র পদে এগিয়ে আছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। ঘোষিত ফলাফল অনুযায়ী ১৩২ কেন্দ্রের মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান নৌকা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। তার চেয়ে ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে রয়েছেন আরিফ। মেয়র নির্বাচিত হতে আরিফের প্রয়োজন ৮১ ভোট।
আজকের বাজার/এমএইচ