সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএ) মুহিবুল ইসলাম ইমন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর ১৮ জনের রিপোর্ট পজিটিভ আসে। এরমধ্যে তিনিও রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিদায়ক রায় চৌধুরী।
তিনি জানান, শনিবার মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ সিসিকের ১০ জনের করোনা টেস্ট করানো হয়। এর মধ্যে মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত সহাকরী মুহিবুল ইসলাম ইমনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।